ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার আর্টিকেল পাবলিশ হয়ে গেছে। পড়ুন।

কোথা থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করবেন? জেনে নিন সঠিক সোর্সগুলো

গুগল প্লে স্টোর ছাড়াও মোবাইল অ্যাপস ডাউনলোড করার নিরাপদ প্ল্যাটফর্মগুলো জানুন। APKMirror, APKPure সহ সঠিক সোর্সের গাইড।

দেখা যায় যে অনেক মোবাইলে অফিশিয়াল সোর্স থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করা সম্ভব হয় না। এটার অনেক কারণ হতে পারে। তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যেকোনো মোবাইলে যেকোনো অ্যাপস ডাউনলোড করবেন।

কোথা থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করবেন

কোনো কারণে যদি দেখেন যে আপনার মোবাইলে অফিশিয়ালি মোবাইল অ্যাপস ডাউনলোড করা যাচ্ছে না তাহলে বুঝে নিবেন যে আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন পুরোনো হতে পারে।

তবে এখনসই চিনা করার কিছু নেই। আমি আপনাকে আজকে দেখাবো যে কি কি কারণে মোবাইলে অ্যাপন ডাউনলোড করা যায় না এবং কিভাবে আপনি আপনার মোবাইলে যেকোনো অ্যাপস ডাউনলোড করবেন।

প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করুন।

আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তবে আপনাকে প্রথমেই যেতে হবে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে।

আমাদের দেশে অবশ্য এখনও অনেক মানুষ আছে যারা মোবাইলের ফাংশন সম্পর্কে খুব ভালোভাবে জানেন না।

এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। কারণ আমি আমার বাড়ির অনেকেরই মোবাইল ফোনের অনেক ব্যাসিক ফাংশনগুলো এখনও ঠিক করে দিচ্ছি প্রতিনিয়ত।

যাইহোক! আপনি প্রথমে নিচের ছবিতে থাকা গুগল প্লে স্টোরে যাবেন। আপনার ফোনে এই অ্যাপসটি অটোমেটিকভাবেই ডাউনলোড করা থাকে।

এবার এই অ্যাপসটি ওপেন করলেই দেখতে পাবেন  যে অনেক অ্যাপস আছে। সেখান থেকে সার্চ বারে গিয়ে আপনার যেই অ্যাপসটি ডাউনলোড করা লাগে সেটি লিখে সার্চ দিয়ে খুঁজে ডাউনলোড করে নিতে পারবেন।

আচ্ছা আবার অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে আমার মোবাইলে তো এই গুগল প্লে স্টোর খুঁজে পাচ্ছি না।

হ্যাঁ আপনাদের বলা কথাটিও আসলে ঠিক। অনেক মোবাইলে দেখা যায় ভাই ডিফল্টভাবে গুগল প্লে স্টোর-টি খুঁজে পাওয়া যাচ্ছে না।

যাদের এমন হচ্ছে তাদেরও সমাধান আছে। এই অ্যাপসটি অনেক সময় দেখা যায় ডিজেবল করা থাকে। তাই আপনারা নিচের মেথড ফলো করুন।

  • Settings ➤ Apps ➤ Google Play Store

এখন আপনারা যখন গুগল প্লে স্টোর খুঁজে পাবেন তখন সেখানে ক্লিক করলে একটিভ বাটন দেখবেন এবং একটিভ করে নিবেন।

সাধারণত সবার ফোনে এই সমস্যা থাকে না। তাই আগে দেখুন আপনার ফোনের অ্যাপস উইজেটে গুগল প্লে স্টোর দেখা যাচ্ছে কিনা। যদি না দেখা যায় তখন এই মেথডটি অনুসরণ করবেন।

আচ্ছা তাহলে আপনারা সহজেই এই আর্টিকেলটি পড়ে আপনাদের মোবাইল থেকে অফিশিয়াল ভাবে যে কোন অ্যাপস ডাউনলোড করতে পারবেন।

এখন আসি যাদের মোবাইলে গুগল প্লে স্টোর নেই কিংবা অনেক পুরনো এন্ড্রয়েড ভার্সন তাদের ক্ষেত্রে যে কোন অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে একটু অসুবিধা হবে।

তাই আপনারা যারা এই সমস্যায় আছেন তাদের জন্য বিকল্প সমাধানও আছে। আর সেই সমাধান গুলো হচ্ছে অন্যান্য অ্যাপস ডাউনলোড করার প্ল্যাটফর্ম।

নিচে আমি ছোট্ট একটা লিস্ট দিচ্ছি যেখানে আপনারা google play store ছাড়া অন্যান্য আরো পরিচিত কিছু প্লাটফর্ম সম্পর্কে জানতে পারেন।

  1. APKPure
  2. APKMirror
  3. Amazon Appstore
  4. Samsung Galaxy Store

এখানে আপনাদেরকে যে চারটা লিস্ট দিয়েছি এই চারটাই যথেষ্ট। এখন এগুলো নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব যে কিভাবে আপনারা এই প্লাটফর্ম গুলো থেকে যেকোনো প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করতে পারেন।

APKPure - বড় অ্যাপস লাইব্রেরী

এই প্লাটফর্মটি অফিসিয়াল-আনঅফিসিয়াল সহ অসংখ্য অ্যাপস এর সমন্বিত একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি এমন সকল অ্যাপস পাবেন যেগুলো গুগল প্লে স্টোরে অনুমোদিত না।

অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যে আপনার মোবাইলে যদি এমন কোন অ্যাপস লাগে যেটা গুগল প্লে স্টোরে নেই তাহলে এটা আপনি APKPure প্লাটফর্মটিতে পেয়ে যাবেন।

আপনারা গুগলে গিয়ে APKPure লিখে সার্চ দিলে এই প্ল্যাটফর্মের ওয়েবসাইট পেয়ে যাবেন। এবং খুব সহজে  যেকোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন।

এটার ইন্টারফেস বা ডিজাইন আপনারা যেকোন এপ স্টোর এর মতোই দেখতে পারবেন। অবশ্যই সেখানে সার্চ বারও থাকবে।

তাই নিজের প্রয়োজনীয় যে কোন অ্যাপস সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

এ সকল ওয়েব প্লাটফর্ম থেকে অ্যাপস ডাউনলোড করলে সেটা আপনার ফোনের বাই ডিফল্ট সিকিউরিটি সিস্টেম ম্যানুয়ালি চেক করবে এবং আপনার পারমিশন চাইবে।

তার মানে এখানে যে সবগুলো সুবিধা এমনটা না। অ্যান্ড্রয়েডের জন্য অফিসিয়ালি একমাত্র গুগল প্লে স্টোর সেফ।

যদি আপনার অ্যাপসটি একান্তভাবেই গুগল প্লে স্টোরে খুঁজে না পান তবে বিকল্প হিসেবে সিকিউরলি নিচের এই প্ল্যাটফর্ম থেকেও খুঁজে নিতে পারেন।

APKMirror - জনপ্রিয় এবং সিকিউর প্ল্যাটফর্ম

আসলে বর্তমানে ডিজিটাল ডিভাইস গুলোর ক্ষেত্রে সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাঝে আজকে আমাদের কনটেন্টটি হচ্ছে মোবাইল অ্যাপস ডাউনলোড করার সোর্স।

তাই প্রতিটা সোর্স নিরাপদ হওয়া উচিত। তারমধ্যে আপনি যদি নিরাপদ প্লাটফর্ম থেকে আপনার মোবাইলের জন্য অ্যাপস ডাউনলোড না করেন তাহলে আপনার মোবাইলে ভাইরাস এটাক হওয়ার সম্ভাবনা আছে।

তাই APKMirror কিছুটা নিরাপদ আছে। কারণ আমি যখনই অফিসিয়াল মেথড এর বিকল্প কোন প্লাটফর্মের কথা চিন্তা করি তাহলে APKMirror থেকে অ্যাপস ডাউনলোড করি।

কারণ এই প্লাটফর্মটিতে প্রত্যেক অ্যাপস এর ডিজিটাল সিগনেচার যাচাই করা আছে। তাই অ্যাপস গুলোকে অফিশিয়াল বলা যায়।

আর সবচেয়ে বড় সুবিধা হল এই প্লাটফর্মটিতে আপনি কোন প্রকার মডিফাইড এপিকে (APK) পাবেন না।

মডিফাইড এপিকে এর মানে হল কোন অ্যাপস কে হুবহু কপি করে সেটা কোন কিছু পরিবর্তন বা মডিফাই করা।

এক্ষেত্রে কারো যদি কোন অসৎ উদ্দেশ্য থাকে তারা অ্যাপসগুলোকে মডিফাই করে এর ভিতর এটাক ভাইরাস বা কোন প্রকার অন-অনুমোদিত কিছু সেট করে রাখে।

যার ফলে আপনার মোবাইলে যে কোন ধরনের ভাইরাস কিংবা ক্ষতিকারক ম্যালওয়্যার প্রবেশ করে আপনার ফোনকে ক্ষতি করতে পারে।

তাই অনলাইনে নিজের ডিভাইস গুলোকে নিরাপদ রাখতে অর্থাৎ আপনার ফোনকে নিরাপদ রাখতে APKMirror থেকে অ্যাপস ডাউনলোড করতে পারেন।

APKMirror থেকে যেকোনো মোবাইল অ্যাপস কিংবা যে কোন মোবাইলের জন্য অ্যাপস ডাউনলোড করতে চাইলে নিজের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • প্রথমে যে কোন একটা ব্রাউজার ওপেন করুন (ক্রোম, ফায়ারফক্স)।
  • সার্চ বারে গিয়ে APKMirror লিখে সার্চ করুন।
  • প্রথম যে ওয়েবসাইট আসবে সেটাতে প্রবেশ করুন।(প্রয়োজনের ডোমেইন মিলিয়ে দেখুন)
  • এখন আপনার যে অ্যাপসটি ডাউনলোড করা লাগবে সেটি সার্চবারে গিয়ে টাইপ করুন।
  • এবং কাঙ্খিত অ্যাপসটি ডাউনলোড করে নিন।

Amazon Appstore - Amazon কর্তৃক পরিচালিত

আপনারা যদি নিরাপত্তা এবং বিশ্বস্ততার দিকে মনোযোগ দেন তাহলে অ্যামাজন অ্যাপ স্টোর আপনাদের জন্য অনেক নিরাপদ হবে।

এই প্লাটফর্মটি থেকে আপনারা যে কোন মোবাইলের যে কোন প্রয়োজনীয় অ্যাপস সহজেই ডাউনলোড করতে পারবেন।

আর এই প্লাটফর্মের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি সব সময় সিকিউরিটি চেক পেয়ে যাবেন।

মানে আপনি যেই অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা অনেকটাই অথরাইজড এবং নিরাপদ বলা চলে।

অনেক সময় দেখা যায় অ্যামাজন অ্যাপ স্টোরে সব অ্যাপস আপডেট না ও থাকতে পারে। তাই লেটেস্ট ভার্সন দেখে ডাউনলোড করার চেষ্টা করবেন।

এই প্লাটফর্মটিতেও আপনারা google play store এর মতো গিয়ে সার্চবারে অ্যাপসের নাম লিখে সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি পেয়ে যাবেন।

এবং অন্যান্য প্ল্যাটফর্মে ডাউনলোড করার প্রসেসের মত এখানেও ডাউনলোড করে নিবেন।

Samsung Galaxy Store - স্যামস্যাং মোবাইল ব্যবহারকারীদের জন্য

আমি দেখেছি যে আমাদের দেশে অনেকেই যারা ভালো মানের ফোন ব্যবহার করে থাকে তাদের হাতে একটা ভালো মানের Samsung মোবাইল থাকে।

তাই তাদের জন্য স্যামসাং কোম্পানি বিশেষ এক সুবিধা দিচ্ছে সেটা হল তাদের নিজস্ব অ্যাপ স্টোর। এবং এটার নাম হলো Samsung Galaxy Store।

এক্ষেত্রে আপনার ফোনটিও যদি স্যামসাং হয়ে থাকে তাহলে আপনার জন্য এক্ষেত্রে অনেক সুবিধা হবে।

আপনি খুব সহজে আপনার যেকোনো প্রয়োজনীয় অ্যাপস Samsung Galaxy Store থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

তাহলে আপনার আর আলাদা করে যে কোন ব্রাউজার এ গিয়ে এরপরে অন্য একটি ওয়েবসাইটে প্রবেশ করে ডাউনলোড করতে হবে না।

আপনি সরাসরি আপনার ফোনের বিল্ড ইন বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে Samsung Galaxy Store থেকে সহজে যে কোন অ্যাপস ডাউনলোড করতে পারেন।

মোবাইল অ্যাপ ডাউনলোড সম্পর্কিত সাধারণ প্রশ্ন (FAQ)

আচ্ছা এখানে আমি কিছু কথা বলেছি যেগুলো তো দেখা যাচ্ছে সকল প্লাটফর্ম নিরাপদ নয়। তাই এর ভিত্তিতে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে যেমনঃ

কোন অ্যাপ স্টোর সবচেয়ে নিরাপদ?

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সবচেয়ে নিরাপদ সোর্স বা অ্যাপস স্টোর হচ্ছে গুগল প্লে স্টোর। যেটা অ্যান্ড্রয়েড তথাপি গুগল এর অফিসিয়াল প্লাটফর্ম।

এবং এখানে প্রতিটা অ্যাপস এর সিকিউরিটি যাচাই করে তারপরে আপলোডের অনুমোদন পায়। তাই আপনাদের প্রয়োজনীয় অ্যাপস এখান থেকে ডাউনলোড করবেন।

Play Store ছাড়া অ্যাপ ব্যবহার কি ঝুঁকিপূর্ণ?

এটার উত্তর সরাসরি হ্যাঁ বা না বলা যাচ্ছে না। কারণ প্লে স্টোর ব্যতীত Samsung Galaxy Store আছে আবার Amazon অ্যাপস স্টোর আছে।

এক্ষেত্রে নির্ভর করে প্লাটফর্মটি আসলে কোনটা। যদি কোন ওয়েব প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে ঝুকি থেকে যায়।

আপনারা সর্বোচ্ছ চেষ্টা করবেন ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করে অ্যাপস ডাউনলোড করা প্ল্যাটফর্মগুলো এড়িয়ে চলা। কারণ সেগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ।

সব APK ফাইল কি ভাইরাসমুক্ত?

সকল apk file ভাইরাস মুক্ত হবে যদি সেটা অফিসিয়াল ফ্লাট ফরম বা অ্যাপস স্টোর থেকে হয়।

যেমন আপনি যদি একটি অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে এটার apk file ভাইরাসমুক্ত।

আবার যদি অন্য কোন থার্ড পার্টি প্লাটফর্ম থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে সকল এপিকে ফাইল ভাইরাস মুক্ত নাও হতে পারে।

উপসংহারঃ

আপনার আপনার যদি কোন মোবাইল অ্যাপস ডাউনলোড করা লাগে সে ক্ষেত্রে সর্বপ্রথম অফিসিয়াল প্লাটফর্ম গুলোর দিকে নজর দিবেন।

যেমন এন্ড্রয়েড ইউজারদের জন্য গুগল প্লে স্টোর সবচেয়ে নিরাপদ। যদি আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে ডিজেবল করা থাকে সে ক্ষেত্রে অন্যকিছু প্লাটফর্ম দেখতে পারেন।

তবে Samsung ইউজারদের জন্য স্যামসাংয়ের অফিসিয়াল স্টোর আছে। তাই কোন অ্যাপস ডাউনলোড করা লাগলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন।

আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম গুলো থেকে যে কোন অ্যাপস ডাউনলোড না করাই ভালো।

কারণ এগুলোতে কোন মডিফাইড এপিকে থাকলে সেটা আপনার মোবাইলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে।

আশা করি বুঝতে পেরেছেন! তাই আপনার মোবাইলকে নিরাপদ রাখতে ব্যবহার করুন অফিশিয়াল অ্যাপস স্টোর, ধন্যবাদ!

একটি মন্তব্য পোস্ট করুন

Solve Point Welcome to WhatsApp chat
Howdy! Get Your Digital Problem Solver!
Type here...